যে সময় ইউসুফ আলাইহিস সালামকে মিসরের বাজারে আনা হয়েছিল, সে সময় মিসরের বাদশা ছিল আয়ান ইবনে ওলিদ আমলিকী। সে তার রাজত্বের লাগাম কতফির মিসরীর হাতে দিয়ে রেখেছিল। সমস্ত রাজকোষ ওর অধীনে ও কর্তৃত্বাধীনে ছিল। ওকে আজিজ মিসর বলা হতো এবং সে বাদশাহর উজীরে আযম ছিল। যখন ইউসুফ আলাইহিস সালামকে বাজারে। বিক্রির জন্য আনা হলো, তখন প্রত্যেকের মনে তাঁকে পাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হলো। ক্রেতারা প্রতিযোগিতা করে দাম বাড়াতে লাগলো। শেষ পর্যন্ত তাঁর ওজন বরাবর সোনা এবং সেই পরিমান চান্দি, মেশক ও রেশমী বস্ত্র মূল্য ধার্য হলো। তাঁর ওজন ছিল চারশ রতল (পাঁচ মন) এবং তাঁর বয়স ছিল তের বছর। আজিজ মিসর তাঁকে সেই মূল্যে ক্রয় করে নিলো এবং নিজ ঘরে নিয়ে আসলো। অন্যান্য খরিদ দারেরা ওর মুকাবিলায় নিশ্চুপ হয়ে গেল। (গমায়নুল
সরক: বড় বড় রাজা বাদশাহও আল্লাহর নৈকটা প্রাপ্ত ও মকবুল বান্দাদের কাছে ধর্না দেয় এবং তাদের মুখাপেক্ষী হয়ে থাকে। ওরা কি করে আল্লাহ ওয়ালাদের মত হওয়ার দাবী করে, যাদের স্ত্রীরাও ওদেরকে পাতা দেয়না?
কাহিনী নং-১০৭