উজ্জল কামিছ

প্রতিদিনের ইসলামী পোস্ট - Get Study Online

উজ্জল কামিছ

হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা একটি গভীর কূপে নিক্ষেপ করলো, তখন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে জিব্রাইল। সিদরাতুল মুনতাহা থেকে এ মূহুর্তে উড়ান দাও এবং ইউসুফ কূপের নিচে পৌঁছার আগেই তোমার পালকে উঠায়ে নাও এবং খুবই আরামের সাথে সেই পাথরের উপর বসায়ে দাও, যেটা কূপের এক কিনারে রয়েছে। নির্দেশ মতে জিব্রাইল আমীন চোখের পলকে ওখানে পৌছে গেলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বীয় পালকের উপর নিয়ে আরামের সাথে সেই পাথরের উপর বসায়ে দিলেন। ইব্রাহীম আলাইহিস সালামের কামিছ, সেটা ইয়াকুব আলাইহিস সালাম তাবিজ বানিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় দিয়েছিলেন, সেটা খুলে ওনাকে পরায়ে দিলেন। এর ফলে অন্ধকার কূপ আলোকিত হয়ে গেল। (রুহুল বয়ান ১৪৭ পৃঃ, ২ জিঃ, খাযায়েনুল এরফান ৩৩৬ পৃঃ)

সবক: হযরত ইব্রাহীম আলাইহিস সালামের কামিছ মুবারক দ্বারা যদি অন্ধকার কূপ আলোকিত হয়ে যায় অর্থাৎ একজন নবীর কামিছও যদি নূর হয়, তাহলে সৈয়্যেদুল আগীয়া (সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লাম) কেন নূর শ্রেষ্ঠ নূর হবেন না এবং তাঁর নূরানী অস্তিত্ব দ্বারা কেন অন্ধকার দুনিয়া আলোকিত হবে না?

আরো গল্প জানুন ; হযরত ইয়াকুব ও হযরত ইউসুফ (আ.)-এর পুনর্মিলন

Related posts

Leave a Comment