হযরত শেখ আবদুল্লাহ (রহমতুল্লাহ আলাইহি) বলেন, একবার আমি মদীনা মনোয়ারায় মসজিদে নববীর মেহরাবের কাছে এক বুজুর্গ ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। কিছুক্ষণ পর তিনি জেগে উঠলেন এবং জাগা মাত্রই রওজা পাকের কাছে গিয়ে হুযুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর প্রতি সালাম পেশ করলেন এবং মুচকি হেসে ফিরে আসছিলেন। সেখানকার একজন খাদেম তাঁর এ মুচকি হাসির কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি খুবই ক্ষুধার্ত ছিলাম। এ অবস্থায় আমি রওজাপাকে এসে ক্ষুধার অভিযোগ করি। স্বপ্নে আমি হুযুরকে দেখলাম। তিনি আমাকে এক কাপ দুধ প্রদান করলেন। আমি পেটভরে সেই দুধ পান করলাম। অতঃপর সেই বুজুর্গ তাঁর হাতের তালুতে মুখ থেকে খুথু ফেলে দেখালেন যে তখনও দুধের লক্ষণ ছিল। (হুজ্জাতুল্লাহে আলাল আলামীন ৮০৪ পৃঃ)
সবক: হুযুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে যারা স্বপ্নে দেখেন, তারা সত্যিই হযুরকে দেখেন এবং স্বপ্নে হুযূর যেটা দান করেন, সেটা বাস্তবিকই দান করা হয়। হুযুর আজও সেই রকম জীবিত, যেরকম আগে ছিলেন।
ReplyForwardAdd reaction |