হযরত খিযির (আঃ) এর জীবিত থাকা প্রসঙ্গে — হাদীসের আলোকে স্পষ্ট দালীল
হযরত খিযির (আঃ) এর জীবিত থাকা প্রসঙ্গে: (হাদীসে হযরত খিযির (আঃ) – এর জীবিত থাকার আভাস)
খিজির আলাইহিস সালাম জীবিত থাকার প্রসঙ্গে (حَیَاةُ الْخِضْرِ)
প্রশ্ন: কারামত বা মােজেজা স্বরূপ হযরত খিজির (আঃ) কি এখনও জীবিত আছেন?
উত্তর: সংখ্যা গরিষ্ঠ উলামায়ে ইসলামের মতে হযরত খিজির আলাইহিস সালাম নবী এবং এখনও জীবিত আছেন। আম-খাছ সর্ব লােকের কাছেই এই বিষয়টি প্রসিদ্ধ। ইবনে আতাউল্লাহ (রহ.) তাঁর লাভায়েফ গ্রন্থে লিখেছেন, প্রত্যেক যুগের অলীগণ হযরত খিজির (আ.)-এর দর্শন পেয়েছেন এবং তাঁর থেকে প্রয়ােজনীয় উপদেশ ও ফয়েজ লাভ করেছেন। এত সংখ্যক ঘটনা সংঘটিত হয়েছে যে, তাতে অবিশ্বাস করা বা সন্দেহ করার কোন অবকাশই নেই। মােতাওয়াতের ঘটনার দ্বারা খিজির (আ.)-এর স্বশরীরে দর্শন প্রমাণিত হয়েছে।

ইবনে তাইমিয়ার দুই শাগরেদ যথাক্রমে ইবনে কাইয়েম তার ‘মুছিরুল গারাম’ গ্রন্থে এবং ইবনে কাছির তার ‘বেদায়া ও নেহায়া’ গ্রন্থে খিজির আলাইহিস সালামের জীবিত থাকার চাক্ষুস প্রমাণ বর্ণনা করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম তরিকার নবী এবং হযরত ইব্রাহীম (আ.) এর পূর্বেকার লােক (তাফসীরে নাঈমী)।
জীবিত থাকার প্রমাণ:
১। ইমাম বায়হাকী দালায়েলুন্নবুয়াত নামক হাদীস গ্রন্থে এবং ইবনে কাছির বেদায়া- নেহায়া জীবনী গ্রন্থে বর্ণনা করেছেন:
اَنَّهٗ لَمَّا تَوَفّٰی رَسُولُ اللهِ صَلَّی اللهُ عَلَیْهِ وَسَلَّمَ سَمِعُوْا صَوْتًا مِنْ نَاحِیَةِ الْبَیْتِ: اَلسَّلَامُ عَلَیْکُمْ اَهْلَ الْبَیْتِ وَرَحْمَةُ اللهِ وَبَرَکَاتُهٗ…
অর্থ: “নবী করিম (দ.) যখন ইন্তেকাল করেন তখন আহলে বাইতের সকলেই হুজরা মােবারকের এক কোণা থেকে এই আওয়াজ শুনতে পেলেন… হযরত আলী (রা.) সকলকে লক্ষ্য করে বললেন আপনারা কি চিনতে পেরেছেন- ইনি কে আওয়াজ দিচ্ছেন? ইনিই খিজির আলাইহিস সালাম। (ইমাম বায়হাকি দালায়েলুন্নবুয়ত)
হযরত খিজির (আ.) হযরত মূসা আলাইহিস সালামের সাথে স্বশরীরে ভ্রমণ করেছেন এবং তিনটি আশ্চর্য মােজেজা প্রদর্শন করেছেন। যার মর্ম হযরত নূহ (আ.) বুঝতে পারেননি। হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানী (রা.) স্বশরীরে হযরত খিজির আলাইহিস সালামকে দেখেছিলেন। এখনও অনেক ওলীর সাথে তিনি দেখা করেন। সুতরাং অনেক প্রমাণিত দলীলের মাধ্যমেই তাঁর জীবিত থাকার বিষয়টি প্রসিদ্ধি লাভ করেছে।
— অনুবাদক