অন্ধ ও লেংড়া চোর
হযরত ঈসা আলাইহিস সালাম তখনও অল্প বয়স্ক তাঁর মায়ের সাথে মিসরের এক বড় আমীরের সেখানে মেহমান হয়েছেন। সেই আমীরের সেখানে অনেক গরীব ও অভাবী ব্যক্তি সব সময় মেহমান হিসেবে থাকে। ঘটনাক্রমে একদিন আমীরের কিছু মাল চুরি হয়ে যায় এবং সেখানে অবস্থানকারী ফকীর মিসকিনদের উপর তার সন্দেহ হয়। ঈসা আলাইহিস সালাম তাঁর মাকে বললেন, আমীরকে বলুন, এসব লোকদেরকে যেন এক জায়গায় জমায়েত করা হয়। যখন সবাইকে এক জায়গায় জমায়েত করা হলো, হযরত ঈসা আলাইহিস সালাম গিয়ে ওদের মধ্যে থেকে এক খোঁড়া ব্যক্তিকে উঠায়ে এক অন্ধ ব্যক্তির কাঁধের উপর বসায়ে দিলেন এবং বললেন, হে অন্ধ। এ খোঁড়া ব্যক্তিকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে যাও।
আরো পড়ুন : উত্তম চরিত্র নিয়ে ইসলামিক উক্তি এবং হাদিস
সে বললো, আমি খুবই দুর্বল ও শক্তিহীন ব্যক্তি, ওকে কি করে উঠাতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, গতরাত্রে ওকে কাঁধে উঠানোর শক্তি তোমার কোথেকে এসেছিল? একথা শুনে অন্ধ কাঁপতে লাগলো। আসলে এ অন্ধ সেই খোঁড়াকে কাঁধে উঠায়ে চুরি করেছিল। অতএব চোরযয় ধরা পড়ে গেল। (নজহাতুল মাজালিস ৪৩৩পৃঃ ২ জিঃ)
সবকঃ আল্লাহর নবীগণ লুকায়িত বিষয় যা হয়েছে বা হবে, সব জেনে ফেলেন। নবীগনকে অজ্ঞ মনে করা অজ্ঞদের স্বভাব।