এক অলী, এক মুহাদ্দিসের দরসে হাদীছে উপস্থিত ছিলেন, মুহাদ্দিছ সাহেব একটি হাদীছ পড়লেন, এবং বললেন, হুযুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এ রকম ফরমায়েছেন। তখন সেই অলী বললেন, এ হাদীছ বাতিল। হুযূর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কখনো এ রকম বলেননি। মুহাদ্দিছ সাহেব বললেন, আপনি এ রকম কেন বলছেন? তখন ওলী এ জবাব দিলেন:
هذا النبي صلى الله عليه وسلم وافق على رأسك يقول إني لم اقد هذا الحديث.
দেখুন, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আপনার মাথার উপর অবস্থান করছেন এবং বলছেন, আমি কক্ষনো এ হাদীছ বর্ণনা করিনি।
মুহাদ্দিছ সাহেব এ কথায় বিস্মিত হয়ে গেলেন। ওলী তখন বললেন, আপনিও কি হুযুরকে দেখতে চান, তাহলে দেখে নিন। মুহাদ্দিছ সাহেব যখন উপরের দিকে তাকালেন, তখন হুযূরকে উপবেশন করা অবস্থায় দেখলেন। (ফতওয়ায়ে হাদীছিয়া ২১২ পৃঃ)
সবক। আমাদের হুযুর হাজির নাজির। কিন্তু দেখার জন্য অলীর দৃষ্টি দরকার। কোন ওলীয়ে কামিলের সন্তুষ্টি লাভ করতে পারলে এখনও হুযুরের দীদার লাভ করা যায়।