হযরত ইব্রাহীম আলাইহিস সালাম যখন নমরুনতে আয়াহর ইবাদত করার জন্য আহবান জানালেন, তখন ইব্রাহীম ও সমরুলের মধ্যে নিম্নের বিতর্ক হয়েছিলঃ
নমরুদ। কে তোমার আল্লাহ, যার ইবাদত করার জন্য ভূমি আমাকে বলছ?
হযরত খলীল আলাইহিস সালাম: তিনিই আমার আল্লাহ, যিনি জীবিতও ধরেন এবং মেরেও ফেলেন।
নমরুদ: এ যোগ্যতাতো আমারও আছে। এখনই আমি জীবিত করে দেখাচ্ছি এবং মেরেও দেখাচ্ছি। এ বলে নমরুদ সুজন ব্যক্তিকে ডাকলো, ওদের একজনকে হত্যা করে ফেললো এবং অপরজনকে ছেড়ে দিল। অতঃপর বলতে লাগলো, দেখ, একজনকে আমি মেরে ফেলেছি এবং অপর জনকে গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছি, যেন ওকে জীবিত করে দিয়েছি। নমরুদের এ বোকামীপূর্ণ কথা শুনে হযরত ইব্রাহীম অন্যভাবে তর্ক শুরু করলেন। তিনি বললেনঃ হযরত খলীল আলাইহিস সালাম : আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন। তোমার কাছে যদি কোন ক্ষমতা থাকে, তাহলে তুমি পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও।
একথা শুনে নমরুদের নাভিশ্বাস উঠলো এবং লা-জবাব হয়ে গেল। (কুরআন ও পারা ৩ আমার)
সবক;- মিথ্যা দাবীর পরিণতি হচ্ছে অপদস্থ। কাফির চরম বোকা হয়ে থাকে।