ভাগ্যবান কাফেলা
হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা জংগলের অন্ধকার কূপে নিক্ষেপ করে চলে গেল এবং ওরা মনে করেছিল যে ইউসুফ মারা গেছেন। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইউসুফকে কূপে নিরাপদে রাখলেন। তিন দিন পর্যন্ত তিনি সেই কূপে ছিলেন। এ কূপ আবাদীথেকে অনেক দূরে জংগলে ছিল এবং এর পানি সীমাহীন লবণাক্ত ছিল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের বরকতে সেটা মিটা পানি হয়ে গিয়েছিল। একদিন ঐ স্থান দিয়ে এক কাফেলা যাচ্ছিল। এ কাফেলা মদয়ান থেকে মিশর যাচ্ছিল। এ কাফেলা সেই কূপের কাছে যাত্রা বিরতি করলো। কাফেলার একজন লোককে সেই কূপ থেকে পানি আনার জন্য পাঠালো। যখন সে কূপে বালতি ফেললো, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই বালতি ধরে ফেললেন এবং এর সাথে লটকে রইলেন এবং বালতির সাথে ইউসুফ আলাইহিস সালামও কূপ থেকে বের হয়ে আসলেন। বালতি নিক্ষেপকারী এ দৃশ্য দেখে এবং হযরত ইউসুফের সৌন্দর্যে বিমোহিত হয়ে ও একান্ত আনন্দে আত্মহারা হয়ে সাথীদেরকে চিৎকার করে বলে উঠলো, দেখ দেখ কূপ থেকে এক অপূর্ব সুন্দর ছেলে বের হয়ে এসেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যারা কূপের কাছে ছাগল চড়াতে ছিল, তারা এ চিৎকার শুনে দৌড়ে আসলো এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে জীবিত দেখে কাফেলার প্রধানকে বললো, এ আমাদের গোলাম। আমাদের থেকে পালিয়ে এসেছে। কোন কাজের নয়, আপনারা যদি ক্রয় করতে চান, খুব সস্তায় বিক্রি করে দেব, এরপর আপনারা একে এমন দূরে নিয়ে যাবেন, যেন আমরা ওর কোন খোঁজ খবর না পাই।
ইউসুফ আলাইহিস সালাম ওনাদের ভয়ে নিশ্চুপ ছিলেন। অতঃপর তাঁর ভাইয়েরা তাঁকে অল্পমূল্যে কাফেলার হাতে বিক্রি করে দিল এবং কাফেলা তাঁকে তাদের সাথে মিশরে নিয়ে গেল। (কুরআন শরীফ ১২ পারা ১২ আয়াত, খাযায়েনুল এরফান ৩৩৭ পৃঃ)
সবক: রাখে আল্লাহ, মারে কে? ক্ষতির শত চেষ্টা করলেও ওটাই হয়ে থাকে, যেটাতে আল্লাহর অনুমোদন রয়েছে। আল্লাহওয়ালাগণের বরকতে লবনাক্ত পানি মিঠা হয়ে যায়।