যুবদল-যুবলীগের ‘বন্ধুত্বে’ কোটি টাকার ঠিকাদারি, সাংবাদিকদের হুমকি দিলেন সোহাগ

যুবদল-যুবলীগের ‘বন্ধুত্বে’ কোটি টাকার ঠিকাদারি, সাংবাদিকদের হুমকি দিলেন সোহাগ

যুবদল-যুবলীগের ‘বন্ধুত্বে’ কোটি টাকার ঠিকাদারি, সাংবাদিকদের হুমকি দিলেন সোহাগ

পটুয়াখালী, বাউফল:
পটুয়াখালীর বাউফলে যুবদল ও যুবলীগ নেতার ‘মিলিত উদ্যোগে’ কোটি টাকার সরকারি ভবন নির্মাণ কাজের ঠিকাদারি ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। দুর্নীতি, অনিয়ম এবং গণমাধ্যমকর্মীদের হুমকি—সব মিলিয়ে সরগরম স্থানীয় রাজনীতি।

বাউফল উপজেলা সদরের পশ্চিম নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের পেছনে উঠেছে বড় অঙ্কের অর্থ লেনদেন এবং নির্মাণ অনিয়মের অভিযোগ। ১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পে ঠিকমতো পাইল বসানো হয়নি, সিমেন্ট-বালুর অনুপাতে চলছে গরমিল, এমনকি কাঠ ও বাঁশ দিয়ে করা হচ্ছে সেন্টারিংয়ের কাজ।

নিয়ম অনুযায়ী যেখানে ৭৯৯টি পাইল বসানো উচিত ছিল, সেখানে পাইল সংখ্যা ছয়শ’রও কম। বেইজের নিচে যেখানে ৭৫ সেন্টিমিটার সিসি ঢালাই হওয়ার কথা, সেখানে দেওয়া হচ্ছে মাত্র ৪৫-৫০ সেন্টিমিটার।

এসব অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকির মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরা। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে যুবদল নেতা হুমায়ুন কবির সোহাগ ক্ষিপ্ত হয়ে বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দেশ রূপান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমানকে ফোন করে হুমকি দেন। ফোনালাপে তিনি বলেন, “১৭ বছর পর একটি কাজ পেয়েছি, দেখে নেব তোমাদের।” গালিগালাজসহ সেই অডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এদিকে প্রকল্পের দায়িত্বে থাকা এলজিইডির সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস জানান, “প্রকল্পটির সরকারি কাগজে ঠিকাদার হিসেবে মনিবুর রহমানের নাম আছে। সোহাগ এখানে আসলো কীভাবে, সেটা আমাদের কাছেও পরিষ্কার নয়।”

খোঁজ নিয়ে জানা গেছে, মনিবুর রহমান পটুয়াখালী জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য। যদিও প্রকল্পের টেন্ডার মনিবুরের নামে হলেও বাস্তবিকভাবে কাজ করছেন যুবদল নেতা হুমায়ুন কবির সোহাগ। মনিবুর জানিয়েছেন, ৫ আগস্টের পর ‘কাজের সুবিধার্থে’ সোহাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় নির্দেশনার কথা উল্লেখ করে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, “৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক বা ব্যবসায়িক সম্পর্ক না রাখার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সোহাগ তা ভঙ্গ করে থাকলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাজনৈতিক আদর্শের বাইরে গিয়ে ঠিকাদারি ভাগাভাগি, তার সঙ্গে সাংবাদিকদের হুমকি—সব মিলিয়ে বাউফলবাসীর মধ্যে উঠেছে নানা প্রশ্ন।

Leave a Comment