চট্টগ্রামে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত
চট্টগ্রামে ডেস্ক | ১৭ জুন ২০২৫
মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮০ জনের নমুনা পরীক্ষার পর ১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এর ফলে, চট্টগ্রামে মোট ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, এর মধ্যে একজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ৩২ জন নগরীর বাসিন্দা এবং বাকি ৬ জন বিভিন্ন উপজেলার অধিবাসী।
আক্রান্তদের মধ্যে ১৯ জন নারী, ১৮ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছেন।
আরো পড়ুন