হযরত জিব্রাইল আমীন ও এক নুরানী তারকা।

একবার হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আমীনকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল তোমার বয়স কত? হযরত জিব্রাইল আলাইহিস সালাম আরয করলেন, আমার সঠিক জানা নেই, তবে এতটুকু জানি যে চতুর্থ হেজাবে এক নুরানী তারকা সত্তর হাজার বছর পর পর চমকাতো। আমি সেটাকে বাহাত্তর হাজার বার চমকাতে দেখেছি। হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এটা শুনে ফরমালেন

وعزَّةِ رَبِّي أَنَا ذَالِكَ الْكَوْكَبُ আমার প্রতিপালকের ইজ্জতের কসম! আমিই সেই নুরানী তারকা। (রুহুল বয়ান ৯৪৭ পৃঃ ১ম জিলদ)।

সবক: আমাদের হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সৃষ্টি কুলের সবের আগে সৃষ্টি হয়েছেন এবং তাঁর পবিত্র নূর ঐ সময়ও ছিল যখন না ছিল কোন ফিরিশতা, কোন মানুষ, না ছিল জমীন আসমান বা অন্য কোন বস্তু।

Related posts

Leave a Comment