ইরান যুদ্ধের প্রস্তুতি? আকাশে আমেরিকার ‘ডুমসডে প্লেন’, বাড়ছে বিশ্বযুদ্ধের শঙ্কা

ইরান যুদ্ধের প্রস্তুতি আকাশে আমেরিকার ‘ডুমসডে প্লেন’, বাড়ছে বিশ্বযুদ্ধের শঙ্কা

আমেরিকার আকাশে সম্প্রতি একটি অত্যন্ত সংবেদনশীল ও বিরল সামরিক বিমান উড্ডয়ন করেছে, যা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। বোয়িং E‑4B ‘নাইট ওয়াচ’ নামে পরিচিত এই বিমানটি মূলত ‘ডুমসডে প্লেন’ হিসেবে পরিচিত—পারমাণবিক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার বা ‘উড়ন্ত পেন্টাগন’।

ইরান যুদ্ধের প্রস্তুতি আকাশে আমেরিকার ‘ডুমসডে প্লেন’, বাড়ছে বিশ্বযুদ্ধের শঙ্কা
ইরান যুদ্ধের প্রস্তুতি আকাশে আমেরিকার ‘ডুমসডে প্লেন’, বাড়ছে বিশ্বযুদ্ধের শঙ্কা

গত বৃহস্পতিবার বিমানটিকে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে দেখা যায়। এর আগে ৬ জানুয়ারি নেব্রাস্কা থেকে উড়ে এটি ওয়াশিংটন ডিসির কাছের একটি সামরিক ঘাঁটিতে যায়। বিশ্লেষকদের মতে, এই বিমান প্রকাশ্যে আনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতির বার্তা দিচ্ছে।

এই বিশেষ বিমানটি এমনভাবে নির্মিত যে পারমাণবিক বিস্ফোরণজনিত ইলেক্ট্রোম্যাগনেটিক পালস (EMP) থেকেও এর সিস্টেম অক্ষত থাকে। যুদ্ধ পরিস্থিতিতে স্থলভিত্তিক সব কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেলেও, প্রেসিডেন্ট ও শীর্ষ সামরিক কর্মকর্তারা এই বিমান থেকেই পুরো মার্কিন সেনাবাহিনী পরিচালনা ও পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারবেন।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ডুমসডে প্লেনের এই তৎপরতাকে শক্তির মহড়া ও কৌশলগত সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যে ব্রিফ করা হয়েছে। শুধু সামরিক ঘাঁটি নয়, ইরানের বেসামরিক কিন্তু কৌশলগত স্থাপনাগুলোকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে গেলে তা বড় সংঘাত, এমনকি বিশ্বযুদ্ধের দিকেও গড়াতে পারে।

Related posts

Leave a Comment