নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে থাকা একটি বিলাসবহুল ফ্ল্যাট, গ্যারেজ এবং কমনস্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
জব্দের আবেদন ও সম্পদের বিবরণ:
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে এই জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তারিন হোসেনের নামে গুলশান এলাকায় ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
তদন্তে জানা যায়, গুলশান আবাসিক এলাকায় ‘দি সেরেনিটি’ নামের ভবনের ৭ম তলায় ৫১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাটটি নিক্সন চৌধুরীর অবৈধ উপার্জিত অর্থে কেনা হয়েছে।
প্রথমে এই ফ্ল্যাটটি তার প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে রেজিস্টার্ড ছিল। তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে হস্তান্তর করা হয়।
ব্যাংক লেনদেন ও আগের মামলা:
এর আগে, গত ৯ জানুয়ারি দুদক অভিযোগ করে, নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে তিন হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে দুটি মামলা করা হয়।
পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।
দুদক সূত্র জানায়, নিক্সন চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদের আরও তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে।
