জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে : র্যাব মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসবাসকারী এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে দুপুর আড়াইটার দিকে শহীদ মোতালেব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে : র্যাব মহাপরিচালক
র্যাব ডিজি বলেন, “সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বিচারিক কার্যক্রমের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে—এটি আমরা যেকোনো মূল্যে নিশ্চিত করব।” তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিচারিক রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাব পুরো বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করবে।
একেএম শহিদুর রহমান বলেন, শহীদ মোতালেবের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ করা সম্ভব নয়। “তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। আমরা সেই শূন্যতা পূরণ করতে পারব না। তবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, মোতালেবের পরিবারের দায়িত্ব র্যাব গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব।”

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। এ সময় রুকন গ্রুপের অনুসারী ও র্যাবের সোর্স মনা র্যাবকে জানান যে, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা কোম্পানি থেকে একটি দল সেখানে অভিযান পরিচালনার জন্য যায়।
বিকেল পৌনে ৪টার দিকে অভিযানে যাওয়া র্যাব সদস্যদের ওপর ইয়াসিন গ্রুপের অনুসারীরা হামলা চালায়। একপর্যায়ে র্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে ফেলা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।
