ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি

 

জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে এসে দেখছেন বাস্তবতা অনেকটাই ভিন্ন। রাজনীতিতে বিরোধীদলের সমালোচনা স্বাভাবিক হলেও এখন সময় এসেছে সংকট সমাধানে আলোচনা ও কার্যকর উদ্যোগ নেওয়ার। তিনি জানান, শহর ও গ্রামে খাল বন্ধ হয়ে যাওয়ার ফলে জলাবদ্ধতাসহ নানা সমস্যা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য ছিল অত্যন্ত কার্যকর।

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি

তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে পরবর্তী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে বিএনপির। ঢাকার সবুজায়ন কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়ানো হবে এবং দেশব্যাপী পরিবেশবান্ধব বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি

যাতায়াত ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করা গেলে ট্রাফিক সমস্যা অনেকটাই কমানো সম্ভব। তিনি উল্লেখ করেন, মেট্রোরেলের বিকল্প হিসেবে মনোরেল ব্যবস্থা চালু করা যেতে পারে এবং বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সঙ্গে মেট্রোরেলের সংযোগ স্থাপন করলে যানজট নিরসনে তা সহায়ক হবে।

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি

শিক্ষা ও ক্রীড়া বিষয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য অন্তত একটি খেলায় অংশগ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকা বাধ্যতামূলক করা হবে। শিক্ষাব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি এবং একটি অতিরিক্ত বিদেশি ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আরো পড়ুন…..

Related posts

Leave a Comment