গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের দুই হেভিওয়েট প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযুক্তরা হলেন—বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী এবং বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এই আদেশ জারি করা হয়।

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

তদন্ত কমিটির অভিযোগ: নোটিশে উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গিয়াস উদ্দিন তাহেরীর ভেরিফায়েড ফেসবুক পেজ ‘The Speech’ (যার ফলোয়ার সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার) থেকে নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রচার করা হয়েছে, যা সরাসরি আচরণবিধির লঙ্ঘন।

একইভাবে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের বিরুদ্ধেও নির্দিষ্ট সময়ের আগে নির্বাচনী প্রচারণার অভিযোগ আনা হয়েছে।

আগামীকাল শুনানির দিন ধার্য: আচরণবিধি ভঙ্গের এই ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরী এবং সৈয়দ ফয়সলকে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই তাদের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

প্রশাসনের হুঁশিয়ারি: জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। আচরণবিধি রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা ও বিধিমালা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

 

আরো পড়ুন…..

Leave a Comment