মোবাইল হ্যাং করলে কি করব ? মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান

0
155
মোবাইল হ্যাং করলে কি করব ? মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান
মোবাইল হ্যাং করলে কি করব ? মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান
Advertisements
5/5 - (1 vote)

মোবাইল হ্যাং করলে কি করব ? মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান

বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম খুবই জনপ্রিয় । স্মার্টফোন নাই এমন বাসা আপনি এখন খুব কমই খুজে পাবেন । কিন্তু মাঝে মাঝে এই প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। এর মধ্যে একটি বড় সমস্যা হল মোবাইল হ্যাং। চলতে চলতে হঠাৎ মোবাই হ্যাং হয়ে যায় ।

কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। তার আগে জেনে নেওয়া যাক কেন আমাদের মোবাইল হ্যাং হয়।

এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট -
মোবাইল হ্যাং হয়ে যাওয়ার কারণ কি? রিয়েলমি ফোন হ্যাং হয় কেন?

নিচের কয়েকটি কারণ হতে পারে আপনার মোবাইল ফোন হ্যাং এর সবচেয়ে বড় সমস্যা –

  • অপারেটিং সিস্টেম আপডেট করা
  • সফটওয়্যার আপডেট
  • ক্যাশ মেমোরি ওভারফ্লো
  • ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা
  • স্টোরেজ ফুল হয়ে যাওয়া
  • ভাইরাসের সংক্রমণ
ফোন হ্যাং হলে কিভাবে বন্ধ করব?

আপনার অ্যান্ড্রয়েড ফোনের পাওয়ার বোতাম টিপুন এবং ধরে রাখুন, তারপরে “পাওয়ার অফ” নির্বাচন করুন। যদি আপনার কাছে একটি iPhone X বা নতুন থাকে, তাহলে স্লাইডারটি উপস্থিত না হওয়া পর্যন্ত পাশের ভলিউম বোতামগুলির একটি টিপুন এবং ধরে রাখুন, তারপর স্লাইডারটি সোয়াইপ করুন । Source : Wikihow

মোবাইল হ্যাং হওয়ার কারনঃ

  • অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণ এর মোবাইল স্পেস। অর্থাৎ আপনি যখন একই সময়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তখন প্রয়োজনের তুলনায় মেমরি (র‍্যাম) কম হলে মোবাইল হ্যাং হয়ে যেতে পারে।
  • যদি আমরা মেমোরি কার্ড (Memory card /External Memory) এর পরিবর্তে ফোন মেমরিতে (Internal Memory/ROM) যথেষ্ট পরিমানে অ্যাপ্লিকেশন ইনষ্টল (Install) করি তবে রোম (ROM) এর ঘাটতির কারনে ফোন হ্যাং হতে পারে।
  • যদি cookies, caches, log files পরিষ্কার না করা হয়। তবে এগুলি মেমরি জ্যাম করে মোবাইল হ্যাং হওয়ার কারন হয়ে দাড়ায়।
  • মোবাইল এর মেমরির তুলনায় ভারি অ্যাপলিকেশন বা গেম চালালে মোবাইল হ্যাং হয়।
ওয়ানপ্লাস ফোন হ্যাং হয়?
উত্তর হল - সব ফোনই হ্যাং হয় , আপনি যদি মাত্রাঅতিরিক্ত কোন কিছু করেন অবশ্যই এটা আপনার সাথে মিসবিহ্যাব করবে বা হ্যাং করবে ।

ফোন নিজে থেকে হ্যাং হয়ে গেলে কি হয়?
উত্তর হল - ফোন হ্যাং হয়ে গেলে আপনি প্রথমে আপনার পাওয়ার সুইচ অফ করবেন এবং পুনরায় পাওয়ার অন করে , আপনার ফোন কে ইন্টারনেট সংযোগ এর সাথে যুক্ত না করে পুরো ফোন Avast Cleaner Apps দিয়ে ক্লিন করে নিবেন । এবং ফোনের যে রিসোর্স গুলো বিভিন্ন এ্যাপস এর ডাটা জমা আছে তা ক্লিন করে নিবেন, অর্থাৎ আপনার ফোনকে হালকে করে নিবেন বা স্টোরেইজ ফ্রি করে নিবেন । দেখবেন ফোন খুবই কম হ্যাং হবে ।

 

মোবাইল হ্যাং এর সমাধান

  • কোন কিছু ইনষ্টল (Install ) করতে চাইলে চেষ্টা করুন মেমোরি কার্ডে ইনষ্টল (Install ) করার। অর্থাৎ ফোন মেমরিকে যতটা সম্ভব ফাঁকা রাখার।
  • যে অ্যাপ গুলি ব্যবহার করেন না তা আনইনষ্টল(Uninstall) করেদিন।
  • আপনার মোবাইল এর মেমরি (RAM) যদি কম থাকে তবে কখনই ভারি অ্যাপলিকেশন চালাবেন না।
  • লক্ষ রাখুন একই সঙ্গে অনেক অ্যাপলিকেশন চলছে কিনা।
  • অ্যাপ বন্ধ করে মেমরি (RAM) ফাঁকা রাখতে “Advanced task killer”, “Easy task killer” ব্যবহার করতে পারেন।

 

মোবাইল হ্যাং করলে যা করনীয়

মোবাইল ফোনের প্রতি মানুষের নির্ভরতা এতটাই বেড়ে গেছে যে এখন কেউ এই ডিভাইস ছাড়া একটি দিনও পার করার কথা ভাবতে পারে না। কিছুক্ষণ মোবাইল ফোন ঠিকমতো কাজ না করলে অনেকেই অধৈর্য হয়ে পড়েন।

Advertisements

একটানা ব্যবহারের সময় মোবাইল ফোন কখনো কখনো ‘হ্যাং’ বা জমে যেতে পারে। সাধারণত, মোবাইল ফোন ‘হ্যাং’ হতে শুরু করে যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেম এবং ভিডিও ফোনের মেমরির অনেক অংশ নেয় অর্থাৎ মোবাইল ওভার লোড হলে ।

গুগলের নতুন অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার মার্শম্যালো-চালিত ফোন ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন তাদের অ্যান্ড্রয়েড ফোনের মেমরি এবং র‌্যামে কত জায়গা খালি রয়েছে। ফোন হ্যাং ঠিক করার জন্য আপনি যা করতে পারেন তা নিচে দেওয়া হল –

  • ফোনের সেটিং অপশনে যান এবং সেখান থেকে মেমোরি কতখানি আছে তা দেখে নিতে পারেন। ভিডিও, ছবি ও অ্যাপ কতখানি মেমোরি দখল করেছে তা পরীক্ষা করে দেখুন।
  • অ্যাপ অপশন থেকে মেমোরি ব্যবহারের অপশনটি নির্বাচন করুন। ফোন বা এসডি কার্ডে অ্যাপস ঠিক কতখানি জায়গা নিয়েছে তার বিস্তারিত জানা যাবে।
  • কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তা আনইনস্টল করে দিতে পারেন। এ ছাড়া অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে মেমোরি ফাঁকা করে দিলে ফোনের ‘হ্যাং’ সমস্যা দূর হবে।

মোবাইল হ্যাং হয়ে যাওয়ার কারণ কি? ফোন হ্যাং হচ্ছে কেন?

ইলেক্ট্রনিক ডিভাইস সাধারণত পুরোন হয়ে গেলে নতুনের মত সার্ভিস দেয় না। মোবাইলের ক্ষেত্রে এ কথাটা আরো বেশি প্রযোজ্য। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো-

  • ১। অনেকসময় Memory card এ সমস্যা থাকলে ফোন হ্যাং হয়। তাই Memory card খুলে ফোনটা ব্যবহার করে দেখুন।
  • ২। আপনার Phone memory থেকে ফটো, মিউজিক, ভিডিও, ওয়ালপেপার, ই-বুক এসব Memory card এ সরিয়ে ফেলুন।
  • ৩। Nokia PC Suite ব্যবহার করে sms backup নিন। এরপর ফোন থেকে অতিরিক্ত ম্যাসেজগুলো ডিলিট করে দিন। এতেও আপনার Phone memory কিছুটা খালি হবে।
  • ৪। সাধারণ এবং হালকা Theme ব্যবহার করুন। Theme ভারি হলে, মোবাইল এর ফাংশন স্লো হওয়ার সম্ভাবনা থাকে।
  • ৫। যদি আপনি কোন app install করে থাকেন তাহলে সেটা phone memory তে ইন্সটল না করে memory card এ করুন।
  • ৬। অপ্রয়োজনীয় app remove করুন। . এরপরেও যদি কাজ না হয় তাহলে Nokia PC Suite ব্যবহার করে Firmware re-install করে দেখুন।

মোবাইল হ্যাং করলে যা করনীয়

মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ, এটি বন্ধ বা নষ্ট হলে জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। মোবাইলের র‍্যাম বা র‍্যান্ডম এক্সেস মেমরি পূর্ণ থাকলে বা স্পেস কম থাকলে সাধারণত মোবাইল হ্যাং হয়ে যায়। এছাড়াও মোবাইলে থার্ড পার্টি অ্যাপের বিভিন্ন ত্রুটির কারণে মোবাইল হ্যাং হয়ে যায়।

মোবাইল হ্যাং হলে, হোম বোতাম টিপুন এবং অবিলম্বে প্রস্থান করুন। রিসেন্ট থেকে সমস্ত অ্যাপের তালিকা সাফ করুন। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান এবং অ্যাপসে যান। সেখান থেকে রানিং অ্যাপে যান এবং অপ্রয়োজনীয় রানিং অ্যাপ বন্ধ করুন। আর যদি এমন হয় যে মোবাইল হ্যাং হওয়ার পরও কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে কিছুক্ষণ মোবাইল রেখে দিন। এলোমেলোভাবে ডিসপ্লে স্পর্শ করবেন না। তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। 2 মিনিট হ্যাং থাকার পর, এটি স্পর্শ করুন এবং দেখুন এটি কাজ করে কিনা। যদি না হয়, ব্যাটারি সরিয়ে আবার চালু করুন।

মোবাইল যাতে হ্যাং না হয় সে জন্য আরো কিছু টিপস:

  • মোবাইলে অপ্রয়োজনীয় কোনো এপ্স ইন্সটল করবেন না।
  • স্মার্ট ফোনগুলুতে এন্টিভাইরাস এর বেশি প্রয়োজন হয় না।তাই এন্টিভাইরাস ইন্সটল না করাই ভাল।এতে ফোনের র‍্যাম বেশি দখল হয়।
  • মোবাইলে ভাল মানের র‍্যাম ক্লিনার ব্যাবহার করা।তবে খেয়াল রাখতে হবে যেন সেটি উলটো বেশী র‍্যাম নষ্ট না করে।
  • মোবাইল কেনার সময় অন্যান্য ফিচারের সাথে র‍্যাম এর বিষয়টাও খেয়াল রাখতে হবে।১ জিবি র‍্যামের নিচের কোনো মোবাইল না কেনাই উত্তম।
  • কোনো এপ ক্লোজ করার সময় সম্পুর্ন ভাবে ক্লোজ করতে হবে।হোম বাটন প্রেস করে ক্লোজ করলে তা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।তাই সময় বেশি লাগলেও অপশন থেকে ক্লোজ করতে হবে।
Advertisements

Leave a Reply