১۔ অবহেলা করলে । ২۔ অসম্মান করলে । ৩۔ স্বামী সময় পেলেও স্ত্রীকে সময় দেন না
আর স্বামী হলো জাতির বা রাষ্ট্রের প্রধানের মতো দেশে বা রাষ্ট্রে যেমন অনেক মন্ত্রণালয় আছে, দেশের প্রধানের দায়িত্ব হলো সেগুলো সব পরিচালনা করা, তেমনি স্বামীর অনেক বিভাগ আছে, যার সবগুলোই স্বামীকে সামলাতে হয়। স্বামীর ব্যবসা, চাকরি, অফিসের কর্মচারী, সহকর্মী, স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন, বাড়ি ভাড়া, স্ত্রীর খরচ, সন্তানের খরচ, মাসিক অন্যান্য খরচ, আত্মীয়স্বজন, দেনা, নিজের শরীরের স্বাস্থ্য, পরিবারের সকল সদস্যের চিকিৎসা এবং আরো অনেক কিছু ।
তাই স্বামী যদি কিছু নিয়ে চিন্তিত বলে মনে হয়, তাহলে তাকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করবেন না, "কোন মেয়ের কথা ভাবছেন? সাধারণত বেশিরভাগ মেয়েই এই খোঁচা দিয়ে থাকে।" পরিবর্তে, স্বামী যদি চিন্তিত মনে হয়, তাকে বিরক্ত করবেন না, তাকে একা ছেড়ে দিন এবং বোঝার চেষ্টা করুন, আপনার স্বামী কি কোনও বড় বিপদের জন্য চিন্তিত নাকি? স্বামী সুস্থ থাকলে স্ত্রীসহ পুরো পরিবার সুস্থ থাকবে ।
Caption