ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

0
285
ভাবসম্প্রসারণ : আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
ভাবসম্প্রসারণ : আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
Advertisements
Rate this post

ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, WhatsappTelegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।

ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

ভাব-সম্প্রসারণ: যেখানে যে থাকতে অভ্যস্ত, তাকে সেখানেই সুন্দর লাগে, সেখানেই সে তার স্বকীয়তা প্রকাশ করতে পারে। যে বনে বাস করে, সে তথাকার পরিবেশের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয়। সেখানেই সে সুন্দর ও প্রাণোচ্ছল। কিন্তু তাকে যদি তার নিজ পরিবেশ থেকে সরিয়ে এনে শহর বা অন্য পরিবেশে ছেড়ে দেয়া হয় তবে তা হবে একটা বিসদৃশ ব্যাপার। সে ঠিকমত চলতে পারবে না।

সেখানে সে হবে বেমানান শিশুর ব্যাপারেও একই অবস্থা। মায়ের কোলেই শিশু দেখতে সুন্দর। যতক্ষণ সে মায়ের কাছে কাছে থাকে ততক্ষণই সে প্রাণোচ্ছল। তার আধো আধো বোল, মায়ের কাছে তার আবদার সবই মনোমুগ্ধকর। সে শিশুকে যদি মায়ের কোল থেকে সরিয়ে অন্য কোথাও ছেড়ে দেয়া যায়, তবে তার শিশুসুলভ চাপল্য নিমেষে লোপ পাবে, সে হয়ে পড়বে জীবনস্মৃত। কারো সৌন্দর্য ও স্বকীয়তা বিচার করতে হলে তাকে তার নিজস্ব পরিবেশে রেখে করতে হবে। পরিবেশচ্যুত হলে তার প্রকৃত সৌন্দর্য বিকশিত হতে পারে না।

Advertisements

 

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply