নারী-পুরুষ এক সাথে জামাআত আদায় করা যাবে কিনা?

প্রশ্নোত্তর: নারী-পুরুষ এক সাথে জামাআত আদায় করা যাবে কিনা? প্রশ্ন: কিছু দিন পূর্বে মসজিদে পরপর দুটি ঘটনায় দেখেছি, জামাতের পর বারান্দায় পুরুষদের কাতারের সামনেই বা পেছনে ২-১ জন মহিলা নামায আদায় করছেন। এটি মসজিদের পরিবেশ ও আদবের পরিপন্থী মনে হয়েছে। প্রশ্ন হলো, এমনভাবে মহিলাদের নামায আদায় করা শরীয়তের দৃষ্টিতে সঠিক কি না? বিষয়টি জানালে উপকৃত হবো। উত্তর: মহিলাদের জন্য ঘরের মধ্যে পর্দার সঙ্গে নামায আদায় করাই সবচেয়ে প্রিয়, অধিক ফজিলতময় এবং তাদের ইজ্জত ও সম্মান রক্ষার জন্য সর্বোত্তম। যদিও হজ ও ওমরার ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে, কিন্তু সাধারণ অবস্থায় মসজিদে…

Read More