স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র

1
281
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র

স্বার্থমগ্ন যে-জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে।

স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র

মূলভাব: নিজের স্বার্থকে নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকার মধ্যে জীবনের প্রকৃত পরিচয় প্রকাশ পায় না। অপরের কল্যাণে নিজেকে ব্যাপৃত রাখার মাঝেই রয়েছে জীবনে বেঁচে থাকার পরিপূর্ণ আস্বাদ

সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। স্বভাবতই সে দলবদ্ধভাবে থাকার মধ্যে আনন্দ অনুভব করে। একের সাথে অন্যের ভাব বিনিময়ের মাধ্যমে এক অনন্য সম্পর্ক গড়ে ওঠে। মানুষের সামাজিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া সকলের সুখ-দুঃখের ভাগাভাগির মাধ্যমে যে অনাবিল আত্মসুখ মনে জাগ্রত হয়-একাকী ব্যক্তি তা কখনো কল্পনাও করতে পারে না। অথচ আমাদের সমাজে এমন অনেক মানুষ। আছে যারা নিজের ক্ষুদ্র স্বার্থ চিন্তায় সর্বদাই ব্যতিব্যস্ত। অন্যের দুঃখ-কষ্টে তাদের হৃদয়ে কোনো কম্পন অনুভূত হয় না। এ ধরনের মানুষের সাথে পশুর তেমন কোনো পার্থক্য নেই। কেননা পশু যেমন তার নিজের স্বার্থকেই বড় করে দেখে, এসব ব্যক্তির ক্ষেত্রে তেমনি। অথচ প্রকৃত মানুষের পরিচয় প্রকাশ পায় অপর মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মধ্যে।

আত্মকেন্দ্রিকতার গভীর গর্তে এসব ব্যক্তির বসবাস বলে সভ্য সমাজের ছোঁয়া থেকে ওরা দূরে থাকে। তাছাড়া মানব সংসার অনেক বৈচিত্র্যপূর্ণ। এখানে রয়েছে জীবনকে উপভোগ করার জন্য পর্যাপ্ত উপকরণ। রূপ-রস-গন্ধে মুখর পৃথিবী। সবাই একত্রে থাকার ফলে এসব উপাদান মানুষের জীবনকে মধুময় করে তোলে। অথচ তারপরেও মানুষ সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে। সে তার স্বার্থকে চরিতার্থের আশায় এতই ব্যস্ত হয়ে পড়ে যে, অনেক সময় নানা অপকর্মের জন্ম দেয়। ফলে সে জীবনধারণের অন্যতম উপকরণ বিনোদন থেকে দূরে সরে থাকে, যা তাকে শেষ পর্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। তাছাড়া জীবনের প্রকৃত তাৎপর্য অনুধাবনে সে ব্যর্থ হয়। ফলে জীবিত থেকেও তার মধ্যে জীবন্মতের মতো অবস্থা পরিলক্ষিত হয়, যা কারো পক্ষেই কাম্য নয়। তাই অপরের সাথে জীবনযাপন করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা ফুটে ওঠে।

Advertisements

মন্তব্য: জীবনের পরিচয় ফুটে ওঠে স্বার্থকে ত্যাগ করার মধ্যে, স্বার্থকে গ্রহণ করার মধ্যে নয়।

আরও পড়ুন……

Advertisements

1 COMMENT

Leave a Reply