অ্যান্ড্রয়েড টিপস – সঠিকভাবে ব্যাটারি Charge করার মেগা টিপস

0
4
অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিকস অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ টিপস
অ্যান্ড্রয়েড টিপস - মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
Advertisements
Rate this post

অ্যান্ড্রয়েড টিপস – সঠিকভাবে ব্যাটারি Charge করার মেগা টিপস

সঠিকভাবে ব্যাটারি Charge করার মেগা টিপস!!!

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি charge দেয়া মনে হয় সবচেয়ে বোরিং ব্যাপার ৷ চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দাও । আবার চার্জ দাও। আবার দাও ৷এইটা নিয়া অনেকের ঘুম হারাম । চার্জ না দিয়ে সবসময় চালাতে পারলে বোধহয় ভাল হত!নাহ, তা তো সম্ভব না । চার্জ করেই ফোন ইউজ করতে হবে ৷ তাই জানতে হবে চার্জের সঠিক নিয়মটি কি! অনেকেই এইটা নিয়ে বিভ্রান্তিতে থাকেন ৷ আজকে আমি আপনাদের জানাব কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে সঠিকভাবে চার্জ দিবেন ৷

আর সঠিকভাবে চার্জ দিলে আপনি পাবেন দূর্দান্ত এক ব্যাটারি লাইফ যা আপনার কাছে কখনও বোরিং লাগবে না । অ্যান্ড্রয়েড ফোনের সাথে এখন দেয়া হয় লিথিয়াম বেসড ব্যাটারি মানে Li-ion এবং Li-poly ব্যাটারি । Li-ion মানে হল লিথিয়াম আয়ন এবং Li-poly মানে হচ্ছে লিথিয়াম পলিমার ।
 

এই দুই ধরনের অ্যান্ড্রয়েডের ব্যাটারি কিভাবে সঠিকভাবে চার্জ দিবেন –

নতুন ফোন কিনার পর ফুল চার্জ করুন। আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যখন নতুন কিনবেন তখন ফোন বন্ধ করে ৫ থেকে ৬ ঘন্টা একটানা চার্জ দিবেন ৷ এর আগেই ফুল চার্জ শো করবে ৷ ডাইরেক্ট ইগনোর করেন ৷ ৫-৬ ঘন্টা পরেই ক্যাবলটি খুলে মোবাইল অন করুন ৷ ব্যাটারি স্ট্যাটাস সেভ রাখতে এটি করবেন ৷

Advertisements

চার্জ রাখুন ৪০-৮০% এর মধ্যে

অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েডের চার্জ সবসময় অর্ধেকের বেশি রাখা উচিত ৷ মানে ৫০% এর উপরে রাখতে হবে ৷ এবং কখনোই ২০% এর নিচে নয়! আবার পুরোপুরি ১০০% ও নয় !! তাইলে ভাই করমু কি? আমি বলতাছি কি করবেন ৷ চার্জ সবসময় ৪০% – ৮০% এর মধ্যে রাখার চেষ্টা করবেন ৷ তাহলে আপনার ব্যাটারিকে করতে পারবেন দীর্ঘমেয়াদি! পুরো চার্জ শেষ করবেন না অনেকেই ভাবেন পুরোপুরি চার্জ শেষ করে আবার প্রথম থেকে ১০০% চার্জ করে ইউজ করলে মনে হয় ফোনটা ভাল সার্ভিস দিবে ৷ ভুল ভাবছেন বস! লিথিয়াম বেইসড ব্যাটারিগুলো তৈরি করা হয়েছে এইভাবে যাতে আপনি বারবার চার্জ করতে পারেন ৷ তবে অনেক অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মতে, মাসে একবার পুরোপুরি চার্জ শেষ করে তারপর ফুল চার্জ করলে ব্যাটারি লাইফ হেলদি হবে ।

How to Unlock any Android Phone Without Password

রাতে চার্জ দিয়ে ঘুমাবেন না

অনেকেই আছেন রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন ৷ তারপর সকালে উঠে পুরোদমে ইউজ করতে থাকেন ৷ এক্ষেত্রে ব্যাটারি ফুলে যাওয়ার আশংকা সবচেয়ে বেশি ৷ চার্জ দিয়ে ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখলেন ব্যাটারি “হাল্ক” হয়ে গেছে !!! কেমন লাগবে? নিশ্চয়ই ভাল না ৷ তবে আশার কথা হচ্ছে অনেক স্মার্টফোন চার্জ ফুল হবার পর চার্জ নেয়া বন্ধ করে দেয় ৷ সেক্ষেত্রে সমস্যা নাই ৷ কিন্তু চার্জে দিয়ে না ঘুমানোই উত্তম ৷

অ্যান্ড্রয়েড টিপস – সঠিকভাবে ব্যাটারি Charge করার মেগা টিপস

ক্যাবলের সঠিক ব্যবহার করুন

ফোন চার্জে দেয়ার সময় আগে মোবাইলে ক্যাবল ঢুকান, তারপর সকেটে প্লাগ দিন ৷ চার্জ হয়ে গেলে আগে সকেট থেকে প্লাগ খুলেন, তারপর মোবাইল থেকে ক্যাবল খুলে ফেলেন ৷ এইটা সাধারন ব্যাবহার অনেকেই আমরা জানি ৷

অরিজিনাল চার্জার ব্যবহার করুন

আপনার মোবাইল কিনার পর মোবাইলের সাথে যে চার্জার দেয়া হয়েছে সেটি ব্যাবহার করুন ৷ অন্যথায় ফোনের চার্জিং সিস্টেম নষ্ট হবার সম্ভাবনা রয়েছে ৷ নরমাল চার্জিং ইজ দ্য বেস্ট ইদানিং অনেক অ্যান্ড্রয়েড ফোনে তাদের ফাস্ট চার্জিং সুবিধা দিয়েছে ৷ যেমন স্যামসাং এই টেকনোলজিকে বলছে “আল্ট্রা ফাস্ট চার্জিং” , আবার মটোরোলা বলছে “টারবো চার্জিং” যেটি দিবে মাত্র ১৫ মিনিট চার্জে ১৩ ঘন্টা স্ট্যান্ডবাই সুবিধা!!

এইসকল সুবিধাসম্পন্ন ফোনের চিপসেটে দেয়া হয়েছে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি (PMIC) যেটি উচ্চ ভোল্টেজে চার্জ নেয়ার ক্ষমতা রাখে ৷দেখা গেছে, Li-ion ব্যাটারিতে ফাস্ট চার্জিংয়ে ব্যাটারি অনেক গরম হয়ে যায় যেটা ব্যাটারির জন্য অনেক ক্ষতিকর ৷ তাই এক্ষেত্রে নরমাল চার্জিং ইউজ করাটাই বেস্ট বলে বিশেষজ্ঞরা বলেছেন ৷ একটু নাহয় দেরী হলো, কিন্তু আপনার ব্যাটারি তো টিকে থাকবে অনেক দিন! চার্জিং নিয়ে আশা করি আর কোন সমস্যা হবে না ৷ চার্জ করার সময় শুধু নিয়মগুলো মেনে চললে আশা করি ভাল ফলাফল পাবেন ৷

Advertisements

Leave a Reply