২৪ ঘণ্টায় হিজবুল্লাহ ইসরায়েলে ১৭৫টি রকেট নিক্ষেপ করেছে

0
18
Advertisements
Rate this post

২৪ ঘণ্টায় হিজবুল্লাহ ইসরায়েলে ১৭৫টি রকেট নিক্ষেপ করেছে

লেবানন-ভিত্তিক ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ১৭৫টি রকেট নিক্ষেপ করেছে। মঙ্গলবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, একর এবং কিরিট শহরে এই রকেটগুলো ছোড়া হয়। তবে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বেশিরভাগ রকেট তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করেছে। কয়েকটি রকেট ধ্বংস করা যায়নি। তবে রকেট হামলায় কোনো ইসরায়েলি মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।

বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় নিহত ৬

গত কাল ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বাহিনীর চলমান অভিযানের এক বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি।

Advertisements

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে।

লেবাননে ইসরায়েলি বাহিনীর গত ২ সপ্তাহের অভিযানে ১ হাজার ২৫১ জন নিহত, ৩ হাজার ৬১৮ জন আহত এবং ১.২ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisements

Leave a Reply