সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | চাকরির সাধারণ জ্ঞান

0
98
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী চাকরির সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী চাকরির সাধারণ জ্ঞান
Advertisements
Rate this post

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | চাকরির সাধারণ জ্ঞান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, চাকরি প্রাপ্তি পরীক্ষা জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান ।

বাংলাদেশ পরিচিতি

১। বাংলাদেশের সরকারী নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

২। বাংলাদেশের চারিদিকে ভারতের কয়টি রাজ্য- পাঁচটি।

Advertisements

৩। বাংলাদেশে অধিকাংশ পাহাড় গঠিত হয়- টারশিয়ারীযুগে

৪। বাংলাদেশের বিভাগ- ৭টি (মন্ত্রীসভা অনুযায়ী)।

৫। বাংলাদেশের মোট উপজেলা- ৪৮৩ টি

৬। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩

৭। বাংলাদেশের উপর দিয়ে পতিত – কর্কটক্রান্তি বা ট্রপিক অব ক্যান্সার রেখা।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্নোত্তর জেনে নিন ২০২৪

৮। বাংলাদেশের মোট সীমারেখা ৫,১৩৮ কি.মি।

৯। বাংলাদেশ মায়ানমার সীমান্ত- ২৮৩ কিঃমিঃ বা ১৭৬ মাইল।

১০। বাংলাদেশের সমুদ্র উপকুলের সীমা দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।

১১। কক্সবাজারের সমুদ্র সীমার দৈর্ঘ্য- ১৫৫ কি:মি:। (পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত)

১২। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা- ২০০ ন্যাটিক্যাল মাইল।

১৩। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা রেখা- ১২ ন্যাটিকেল মাইল।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | চাকরির সাধারণ জ্ঞান

১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি- ১৬ই মে, ১৯৭৪ সালে। (ইন্দিরা-মুজিব চুক্তি নামেও পরিচিত)।

১৫। বাংলাদেশের সাথে ভারতের অমিমাংসিত সীমান্ত- ৬.৫ কি:মি:।

‘১৬। সোয়াস অব নো গ্রাউন্ড’ খাদটি – বঙ্গোপসাগরে অবস্থিত।

১৭। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে ভারতের একটি রাজ্যের নাম- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

স্যার ড. মুহাম্মদ ইউনূস এর জীবনবৃত্তান্ত

১৮। বাংলাদেশ ও আন্দামান দ্বীপপুঞ্জ এর মধ্যবর্তী স্থান- ১০০ চ্যানেল নামে পরিচিত।

১৯। সমুদ্র পৃষ্ঠ থেকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতর জেলা- দিনাজপুর। (37.50মি.)

২০। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ।

২১। বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি ছিল বঙ্গখাত বা Bango-Basin.

২২। বাংলাদেশের সর্ব উত্তরে জেলা- পঞ্চগড়।

২৩। দক্ষিণের জেলা- কক্সবাজার

২৪। বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে? উত্তর: ৬৪ টি [প্রস্থাবিত, ভৈরব জেলা ছাড়া।]

২৫। বাংলাদেশে উপকূলীয় জেলা কতটি? উত্তর: ১৯ টি

বাংলাদেশের জনসংখ্যা – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | চাকরির সাধারণ জ্ঞান

১। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২

২। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব- ৯৯০জন ।

৩। দারিদ্র সীমার নিচে বসবাসকারী- ৪০%

৪। বাংলাদেশের সবচেয়ে বেশি ও কম দারিদ্র বাস করে- কুষ্টিয়া।

৫। বাংলাদেশের অবস্থান জনসংখ্যায়-বিশ্বে- ৭ম

৬। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা- বান্দরবন।

৭। আয়তনে বাংলাদেশ বিশ্বে- ৯১ তম।

৮। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে- জ্যামিতিক হারে।

৯। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি- ২০তম ।

১০। বাংলাদেশে কিশোর অপরাধ (৭-১৬ বছর) কেন্দ্র অবস্থিত- গাজীপুর জেলার টঙ্গীতে।

১১। বাংলাদেশ কিশোরী সংশোধণ কেন্দ্র- গাজীপুরের কোণাবাড়িতে।

১২। বাংলাদেশ মোট উপজাতি- ৪৫ টি ।

১৩। চাকমাদের বর্ষবরণকে বলা হয়- বিছু।

১৪। কোন উপজাতিরা মুসলমান- পাঙন উপজাতি।

১৫। বৈসাবি হচ্ছে- পাহাড়ি উপজাতিদের বর্ষবরণ।

১৬। মৌয়ালীরা বাস করে- সুন্দরবনে।

১৭। রাখাইনরা বাস করে- পটুয়াখালী।

বিশ্বে বাংলাদেশ পরিচিতিসাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | চাকরির সাধারণ জ্ঞান

✪ বাংলাদেশ’ নামকরণ করা হয়: ১৯৬৯ সালের ৫ডিসেম্বর

✪ রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ

✪ ইংরেজি নাম: The people’s Republic of Bangladesh.

✪ বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর

✪ স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ

✪ বিজয় দিবস: ১৬ ডিসেস্বর

✪ উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে (১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে (১৯৪৭-১৯৭১)

✪ স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।

✪ জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)

✪ রাজধানী: ঢাকা

✪ বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম

✪ রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)

✪ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু (৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য (০.১৪%)

✪ সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার

✪ আইন সভা: জাতীয় সংসদ

✪ স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা

✪ জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়

✪ মোট উপজাতি ৪৮ টি

✪ জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত ৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)

✪ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার

✪ আবহাওয়া কেন্দ্র : ৪টি

✪ আবহাওয়া স্টেশন : ৩৫টি

✪ এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম

✪ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)

✪ প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)

✪ জেলা : ৬৪টি

✪ সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন)

✪ পৌরসভা : ৩২৮টি

✪ উপজেলা: ৪৯২ টি

✪ থানা : ৬৫০ টি

✪ ইউনিয়ন : ৪৫৬২ টি

✪ গ্রাম: ৮৭১৯১ টি

✪ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম

✪ ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি

✪ নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি

✪ সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি

✪ উপকূলীয় জেলা: ১৯টি

✪ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি

✪ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা: ৮টি

✪ জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম

✪ জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম

✪ জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়

✪ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ

✪ সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)

✪ আদমশুমারি হয়েছে: ৫বার

✪ মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি

✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি

✪ ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি

✪ অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি

✪ আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)

✪ সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা

বাংলাদেশের নদ- নদীসাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

১। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম- সুরমা (৩৯৯ কি.মি.)।

২। বাংলাদেশের দীর্ঘতম নদ-ব্রহ্মপুত্র।

৩। বাংলাদেশের খরস্রোতা নদী- কর্ণফুলী। (চট্টগ্রাম)।

৪। বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা।

৫। দক্ষিণ তালপট্টি দ্বীপটি- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবসি’ত।

৬। বাংলাদেশ-মায়ানমার কে বিভক্ত করেছে – নাফ নদী

৭। ব্যাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গা নদীর তীরে অবসি’ত (১৮৬৪ সালে তৈরি হয়)।

৮। ভারত যে নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরী করেছে- গঙ্গা নদী / পদ্মা নদী

৯। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি- হালদ ও সাঙ্গু।

১০। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবসি’ত- কর্ণফুী নদীর উপর

নদীর উৎপত্তিস্থলঃ

১। ব্রহ্মপুত্র- তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।

২। পদ্মা- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।

৩। সাঙ্গু- মায়ানমার- বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।

৪। যমুনা- কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।

৫। হালদা- খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ।

নদীর মিলিত স্থান সমূহ –

১। পদ্মা+ মেঘনা= চাঁদপুর।

২। পদ্মা+যমুনা= গোয়ালন্দ।

৩। সুরমা+কুশিয়ারা= আজমিরীগঞ্জ (কালনী নাম)।

৪। পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরব বাজার।

৫। যমুনা + বাঙ্গালী= বগুড়া।

৬। রুপসা + ভৈরব = খুলনা।

৭। বাংলাদেশ-ভারত অভিন্ন নদী- ৫৪ টি।

৮। বাংলাদেশ- মায়ানমার অভিন্ন নদী- ৩টি

৯। বাংলাদেশের আন্তর্জাতিক নদী ১টি (পদ্মা/গঙ্গা)।

১০। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী- ১টি (কুলিখ)।

নদীর পূর্ব ও বর্তমান নাম-

১। যমুনা- জোনাইখাল

ব্রহ্মপুত্র-লৌহিত্য

২। বুড়িগঙ্গা-দোলাইখাল

৩। পদ্মা-কীর্তিনাশা

৪। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট- ফরিদপুর জেলায়।

৫। নিঝুম দ্বীফ- মেঘনা নদীর মোহনায় অবসি’ত।

৬। পশুর নদীর তীরে অবসি’ত- মংলা সমুদ্র বন্দর

৭। জোয়ার-ভাটা হয়না- গোমতী নদীতে (কুমিল্লার দুঃখ বলা হয় এই নদীকে)। । ৮। পদ্মা নদীর শাখা- ধলেশ্বরী, বুড়িগঙ্গা।

৯। বাংলাদেশের একমাত্র যে নদীতে মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে- হালদা নদী।

১০। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যে নদী- আত্রাই নদী।

১১। যে নদীর নাম করা হয়েছে একমাত্র ব্যক্তির নামে- রূপলাল শাহা) রূপসা।

Advertisements

Leave a Reply